শিরোনাম
জেলা তথ্য অফিস, খাগড়াছড়ি'র আয়োজনে মহালছড়িতে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিস্তারিত
জেলা তথ্য অফিস, খাগড়াছড়ি'র আয়োজনে মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের চৌধুরী পাড়ায় ৮মে ২০২৫ তারিখ বৃহস্পতিবার বেলা ১০টায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ)'র আওতায় তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসের তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইসছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য চাইপা মারমা, সমাজকর্মী রেনু প্রু মারমা, চেংওয়া প্রু মারমা। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে যেতে হলে শিক্ষার বিকল্প নেই। সে জন্য সরকারের গৃহীত কার্যক্রমের পাশাপাশি মা-বাবা, অভিভাবকদের শিশুদের প্রতি সচেতন এবং যত্নশীল হতে হবে। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, তারুণ্য নির্ভর উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে। তরুণরা সরকারী বিভিন্ন দপ্তরের মাধ্যমে চলমান প্রশিক্ষণ গ্রহন করে নিজেদের আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী করে আর্থ-সামাজিক পরিবর্ত ঘটাতে হবে। অন্যান্য বক্তারা সভায় স্বাস্থ্য সচেতনতা, বাল্যবিবাহ, গুজব, মোবাইল ফোন ও প্রযুক্তির যথাযথ ব্যবহার নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন।
উক্ত সভায় পাড়ার তৃনমুল পর্যায়ের নারীরা উপস্থিত ছিলেন।